Post# 1345528052

21-Aug-2012 11:47 am


আজ পড়লাম: পেলেষ্টাইনে গ্রীষ্মে ৩ মাস স্কুল বন্ধ থাকে। এই সময়ে কোরআন হিফজের কোর্স আরম্ভ করেন এক ইমাম। প্রথম বছর এক শ জন হিফজ শেষ করে ৩ মাসে বেরোয়। পরের বছর ১ হাজার জন। তার পরের বছর ১০ হাজার জন! সবাই এই তিন মাসের মধ্যেই! এ বছর প্রধান মন্ত্রী, যিনি নিজেও এক জন হাফেজ, তাদের পাগড়ি পড়িয়েছেন। ছাত্ররা প্রতিদিন ১০ থেকে ৫০ পৃষ্ঠা করে মুখস্ত করে।

http://www.ciibroadcasting.com/2012/08/07/gazas-hifz-miracle/

21-Aug-2012 11:47 am

Published
21-Aug-2012