ঈদের দিনের ১৩ টি সুন্নাহ/
১। অন্য দিনের থেকে আগে ঘুম থেকে উঠা
২। গোসল
৩। মিসওয়াক
৪। সাজা
৫। ভাল কাপড় পড়া
৬। সুগন্ধি
৭। মসজিদে না পড়ে ঈদগাহে নামাজ পড়া
৮। বাসা থেকে মিষ্টি কিছু খেয়ে যাওয়া
৯। নামাজে যাবার আগে ফিতরা দেওয়া
১০। সকাল সকাল ঈদগাহে যাওয়া
১১। আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ --- বলতে বলতে যাওয়া।
১২। হেটে যাওয়া।
১৩। ভিন্ন কোন রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরা।