ঠেকে শিখেছি: দান করার আগে জেনে নিতে হয়।
১। সমিতি করে নাকি? দানের টাকা তারা সুদে খাটায়। এটাকে বলে "সমিতি করা"
২। জামাই জুয়া খেলে নাকি? একটা বড় অংশ সারাদিন টাকা কামায় আর রাতে জুয়া খেলে।
৩। জামাই টাকার জন্য পিটায় নাকি? তাহলে টাকা পেলে জামাই আরো টাকার জন্য আরো পিটাবে।
তিনটার উত্তর যদি "না" পান, তবে সাহায্য করুন, সে সত্যিই অভাবী।