Post# 1345289015

18-Aug-2012 5:23 pm


ঢাকা শহর প্রায় খালি। সারাদিন প্রায় শহরে ঘুরলাম। কোথাও কোন জ্যাম নেই। গত শুক্রবারই নাকি খালি হয়ে গিয়েছিল। মানুষ যা যাবার বুধ বৃহষ্পতিবারই চলে গিয়েছে।

আজ চাদ দেখার চেষ্টা হবে। না দেখা গেলে পরশু ঈদ। সৌদিতে আজ ঈদ হয় নি। কাল ঈদ।

18-Aug-2012 5:23 pm

Published
18-Aug-2012