ঠিক কত টাকা থাকলে জাকাত দিতে হবে? হানাফি মাজহাব মতে 52.5 তোলা রূপার দামের সমান। কত টাকা হয়? নেটে দেখলাম রূপা 28 $/oz. তাতে ১০০০ টাকা ভরি হয়। বোন বললো তার কাছে নাকি ১২০০ টাকা ভরি চেয়েছে। তাতে বোঝা যাচ্ছে মোটামুটি ৬০ হাজার টাকা ১ বছর জমা থাকলে যাকাত দিতে হবে।
আমার এত টাকা জমা নেই:)