জীবনে যাদের হর রাত কদর
নামাজে আসেনি নিদ...
অনেকের মতে কদরের রাত প্রতি বছর কোন না কোন বিজোড় রাত্রিতে হয়। অর্থাৎ কোন বছর ২১, কখন ২৩, আরেক বছর ২৫ বা ২৭ এ রাতে এরকম।
সৌদি আরবে শেষ দশ প্রতি রাতেই সবাই মসজিদে নমাজ পড়ে। জোড় বেজোড় পার্থক্য করে না। তারা কদর পায়। যে রাতেই হোক।
ইউনিভারসিটিতে থাকতে একদিন এক ভাই এসে বলে, গত রাত হয়তো কদর ছিল। রাতে বড় ভাই এসে বলে, রাতটা কেমন যেন কদরের মত পরিষ্কার মনে হচ্ছে। চল মসজিদে নমাজ পড়ি। সবাই মসজিদে গিয়ে অনেক রাত পর্যন্ত নমাজ পড়ে। তার কি একটা রোগ ছিল। দোয়া করার পর সেরে যায়। সেটা ছিল ২৩ শে।
- Comments:
- "Never let them see you bleed"