Post# 1344920922

14-Aug-2012 11:08 am


এসিড বোমা ছুড়ে মেরেছে জানাল দিয়ে মসজিদের ভিতর। বাইরেই বিষ্ফোরিত হয়েছে। একজন বন্দুক নিয়ে এসে গুলি চালিয়েছে আরেক মসজিদের ভেতর দু দিন আগে। গ্রান্ড মসজিদে পেইন্ট বল মারছিল গত রবিবার। আর মসজিদ মনে করে ভুলে এক শিখ গির্জায় ঢুকে ছয় জনকে গুলি করে মেরেছে গত সপ্তায় আমেরিকায়।

মাঝে মাঝে ভুতে কিলায়, এটা ছাড়া সুখেই আছি দেশে:)

14-Aug-2012 11:08 am

Published
14-Aug-2012