রাসুলুল্লাহ সা: একবার মুযাজ রা: হাত ধরে বলেন "হে মুয়াজ, আল্লাহর কছম আমি তোমাকে ভালবাসি, আল্লাহর কছম আমি তোমাকে ভালবাসি। তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়বে 'হে আল্লাহ আমাকে আপনার জিকির করতে, শুকরিয়া করতে এবং উত্তম ইবাদৎ করতে সাহায্য করুন"
اللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
আল্লাহুম্মা আ'ইনি আলা দিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদিক