
দিনে ৮ ঘন্টা করে কারেন্ট থাকে না। এসময় এই জেনারেটরটাই অফ অন করে চালাতে হয়। মাঝ রাতে কারেন্ট চলে গেলে একবার ঘুম থেকে উঠে অন করতে হয়, আবার দুইটা বাজে যখন কারেন্ট আসে তখন আরেকবার ঘুম উঠে অফ করতে হয়। প্রতিদিন দেড় লিটার করে তেল লাগে। স্পার্ক প্লাগে কালি জমেছে কিনা চেক করছি।