"শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে বেশী ভাল ও বেশী প্রিয়। আর প্রত্যেকের মধ্যেই কল্যান রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ কর এবং আল্লাহর কাছে সাহায্য চাও, তবে মনোবল ভেঙ্গে দুর্বল হয়ে যেও না। যদি তোমার কোন বিপদ আসে তবে একথা বলো না, "যদি" আমি এরূপ করতাম তাহলে তো ঐরুপ হতো। বরং একথা বলো যে, আল্লাহ্ তাকদীরে এটাই রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা "যদি" শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।" [মুসলিম]
26-Apr-2012 10:05 pm