Facebook Posts - April 2012

3-Apr-2012 8:55 pm


Today I learned: নিজের চেয়ে উচ্চ শ্রেনীর লোকদের সাথে আমি বন্ধুত্ব হয়ত করতে পারব। কিন্তু তারা আমাকে ঠিক বন্ধু হিসাবে গ্রহন করবে না। তাদের সমশ্রেনীভুক্ত নই বলে। এর জন্য কোনো প্রয়োজনে মন্ত্রী বা ক্ষমতাসিনদের দ্বারস্থ হওয়া খারাপ। বরং সে ক্ষেত্রে নিজের সমশ্রেনীর বন্ধুদের সাহায্য নেয়া আপেক্ষাকৃত ভাল।

3-Apr-2012 8:55 pm

3-Apr-2012 8:58 pm

  • যে রাসুলুল্লাহ সা. এর সাথে এই ওয়াদা করল যে সে মানুষের কাছে কখনো কিছু চাবে না রাসুলুল্লাহ সা. তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন।

    - যে মানুষের কাছে সাহায্য চাওয়া থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ অভাবকে তার থেকে দুরে রাখেন।

    - যে স্বনির্ভর হতে চায়, আল্লাহ তাকে স্বনির্ভর করেন [বুখারি ও মুসলিম]

    3-Apr-2012 8:58 pm

  • 4-Apr-2012 10:36 pm


    Today I learned:

    ঘটনা ১। এক ভাই বলেছেন: "কিছুদিন আগে আমি এক জার্মান নাস্তিকের জানাজা পড়েছি। সে প্রায় ৭০ বৎসর বয়সে ইসলাম গ্রহন করে। এর মাত্র কিছু মাস পরই তার মৃত্যু হয়। ইনশাল্লাহ তার স্থান জান্নাতে।"

    ঘটনা ২। এক বোন বলেছেন: "মুসলমান থেকে যারা নাস্তিক হয়ে যায় তাদের বিরুদ্ধে এক ভাই ইউটিউবে আক্রমনাত্বক বক্তব্য দিত। যারা নাস্তিক হয়ে গিয়েছে তারা এর আগেও প্রকৃতপক্ষে মুসলমান ছিল না, সে বলত। কিছু দিন পর ওই ভাই নিজেই নাস্তিক হয়ে যায়। এবং ইউটিউবে তার নাস্তিকতার পক্ষে বক্তব্য দিয়ে ভিডিও আপলোড করে।"

    4-Apr-2012 10:36 pm

    5-Apr-2012 5:32 pm

    10-Apr-2012 7:43 pm


    আত্মহত্যাকারীদের যত বেশী সহানুভূতি দেখানো হবে, মানুষ আত্মহত্যায় তত বেশী উৎসাহিত হবে। তাই মিনার মাহমুদের চিঠি পড়ে আমি তার প্রতি কোনো সিমপেথি দেখাব না।

    10-Apr-2012 7:43 pm

    12-Apr-2012 9:41 pm


    মায়ের জন্মদিন উপলক্ষে বাচ্চাদের বানানো কার্ড

    12-Apr-2012 9:41 pm

    12-Apr-2012 9:57 pm

    12-Apr-2012 9:58 pm

    12-Apr-2012 10:01 pm


    এমাসে একটি বিয়ের আনুষ্ঠান ছিল। পরবর্তি জেনারেশনের আগে আর খুব বেশি বিয়ে বাকি নেই।

    12-Apr-2012 10:01 pm

    13-Apr-2012 5:20 pm


    Realized Today: আজ জুমার নামাজে খুতবায় ইমাম সাহেব বললেন, "সুলতান হল পৃথিবীতে আল্লাহর ছায়া। যে তাকে [সুলতানকে] সম্মান করে আল্লাহ তাকে [ওই ব্যক্তিকে] সম্মান করবেন। আর যে তাকে ঘৃনা করে আল্লাহ তাকে ঘৃনা করবেন।" হাদিসের কথা। এখন বর্তমানে আমাদের সুলতান যে শেখ হাসিনা এব্যপারে কারো কোন দ্বিমত থাকার কারন দেখছি না।
      Comments:
    • ৪০০০ টাকা দিয়ে ইলিশ কেনার সামর্থ্য থাকাটা এবং কেনাটা অপরাধ নয়। চুরি করাটা অপরাধ। সেই চুরির টাকা দিয়ে সে যদি ইলিশ না কিনে তাহলেও।

    13-Apr-2012 5:20 pm

    14-Apr-2012 3:15 pm


    অন্তমিল না থাকাটা কবিতার জন্য শর্ত। অন্যথায় সেটি ছড়া হয়ে যাবে। লিখকও বড় কোনো কবি হবার বদলে হালকা একজন ছড়াকার হিসাবে পরিচিত হবে।

    14-Apr-2012 3:15 pm

    14-Apr-2012 3:50 pm


    When you have to make a hard decision, flip a coin.

    Why?

    Because when that coin is in the air, you suddenly know what you're hoping for.

    14-Apr-2012 3:50 pm

    20-Apr-2012 2:11 pm


    বাংলাদেশীদের "সুলতান" কে? ইমাম সাহেব খুৎবায় বলেন, "সুলতান হল পৃথিবীতে আল্লাহর ছায়া, যে তাকে পৃথিবীতে ভালবাসলো আল্লাহ ওই লোককে ভালবাসবেন। আর যে তাকে ঘৃনা করলো আল্লাহ তাকে ঘৃনা করবেন।"

    আমার মতে শেখ হাসিনা বর্তমানে আমাদের সুলতান।

    20-Apr-2012 2:11 pm

    23-Apr-2012 6:23 pm


    খুশি হলাম :-)

    http://www.prothom-alo.com/detail/date/2012-04-23/news/252513

      Comments:
    • আল্লাহ তায়ালা আমাকেও তার মত ঈমানের দৃড়তা দান করুন।

    23-Apr-2012 6:23 pm

    24-Apr-2012 7:29 pm


    কাল বুধবার হরতাল নেই। আবার স্কুল/অফিস আরম্ভ হল।

    24-Apr-2012 7:29 pm

    25-Apr-2012 11:17 pm


    Rajib vai: Star of the show.

    25-Apr-2012 11:17 pm

    26-Apr-2012 10:05 pm


    "শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে বেশী ভাল ও বেশী প্রিয়। আর প্রত্যেকের মধ্যেই কল্যান রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ কর এবং আল্লাহর কাছে সাহায্য চাও, তবে মনোবল ভেঙ্গে দুর্বল হয়ে যেও না। যদি তোমার কোন বিপদ আসে তবে একথা বলো না, "যদি" আমি এরূপ করতাম তাহলে তো ঐরুপ হতো। বরং একথা বলো যে, আল্লাহ্ তাকদীরে এটাই রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা "যদি" শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।" [মুসলিম]

    26-Apr-2012 10:05 pm

    28-Apr-2012 9:11 am


    "বিপদ মুসীবত যত বড়, এর প্রতিদানও তত বড়, আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এ পরীক্ষায় যে খুশী থাকে তার জন্য আল্লাহ ও খুশী হয়ে যান, আর যে রাগান্বিত হয়, তার জন্য তিনিও রেগে যান।"

    - তিরমিযী

    28-Apr-2012 9:11 am

    29-Apr-2012 12:18 am


    একটু সেনসেটিভ নিউজ। দুর্বল চিত্তদের প্রবেশ নিষেধ।

    http://www.srilankaguardian.org/2012/04/bengal-tigers-in-r-cage.html

      Comments:
    • "স্বাভাবিক যান" নতুন কোন যান নয়। প্রতিটি মানুষের দুই পা যুগ যুগ ধরেই "স্বাভাবিক যান" নামে প্রচলিত।

    29-Apr-2012 12:18 am