Archive 1604309987

#archive "দোয়া" সকল পোষ্ট একসাথে

31-Oct-2015 19:47:22

তাহাজ্জুদ পড়ার একটি নিয়ম:

প্রথমতঃ ঈশার নামাজের পর পরই শুয়ে পড়তে হবে। নাইট পার্টি, টিভি দেখা বাদ।

রাতে যখনই ঘুম ভাঙ্গবে উঠে বসে তর্জনি তুলে পড়তে হবে

"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু
লাহুল মুলক ওয়ালাহুল হামদ
ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির"

এর পর সে যা দোয়া করবে তা কবুল হবে বলে একটি হাদিসে আছে। ফেসবুকে শায়েখ আসিম হাকেম একবার বলেছিলেন উনি এই ভাবে দোয়া করে সবসময় কবুলিয়াত পান।

ওজু করে ঘুমের পোষাক ছেড়ে ভালো পোষাক পড়ে নামাজে দাড়াতে হবে।

এই দোয়া পড়তে হবে যদি মুখস্ত থাকে। মুখস্ত না থাকলে প্রথম দুই তিন লাইন মুখস্ত করে শুধু সেটুকু পড়তে হবে। এর পর অতটুকু ভালো মত মুখস্ত হয়ে গেলে এর পরের কয়েক লাইন মুখস্ত করে নিতে হবে, এভাবে।

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ
أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ
وَلَكَ الْحَمْدُ
، لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ
وَلَكَ الْحَمْدُ
أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ
وَلَكَ الْحَمْدُ
أَنْتَ الْحَقُّ،
وَوَعْدُكَ الْحَقُّ،
وَلِقَاؤُكَ حَقٌّ،
وَقَوْلُكَ حَقٌّ،
وَالْجَنَّةُ حَقٌّ،
وَالنَّارُ حَقٌّ،
وَالنَّبِيُّونَ حَقٌّ،
وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم حَقٌّ،
وَالسَّاعَةُ حَقٌّ،
اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ،
وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ،
وَإِلَيْكَ أَنَبْتُ،
وَبِكَ خَاصَمْتُ،
وَإِلَيْكَ حَاكَمْتُ،
فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ،
وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ،
أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ،
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

এই দুয়াটা বুখারি শরিফে আছে। রাসুলুল্লাহ ﷺ তাহাজ্জুদের আগে পড়তেন।

http://sunnah.com/bukhari/19/1

সংক্ষেপে দুই রাকাত নামাজ পড়ে নিতে হবে। তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার আগে রাসুলুল্লাহ ﷺ প্রথমে দুই রাকাত নামাজ সংক্ষেপে পড়ে নিতেন। কাফিরুন ও ইখলাস দিয়ে সংক্ষেপে নামাজ পড়া যায়।

দুই রাকাত নামাজ পড়ার পর হাদিসে বর্নিত "শয়তানের তিনটি গিটের" তিনটাই খুলে যাবে।

এর পর তাহাজ্জুদের নামাজ আট রাকাত পড়তে হয়। দুই রাকাত দুই রাকাত করে। চার রাকাতের পর একটু বিশ্রাম দোয়া তসবিহ। মিনিমাম চার রাকাত, মেক্সিমাম বারো রাকাত।

অপটিমাম হলো এই আট রাকাতে কোরআন শরিফ থেকে ১ পারা পড়া। এটা ঐ হাদিস থেকে এসেছে যেখানে রাসুলুল্লাহ ﷺ একজন নওজোয়ান সাহাবিকে উপদেশ দিয়েছিলেন

"তুমি মাসে এক খতম কোরআন শরিফ পড়বে।" উনি জবাব দিয়েছিলেন "যদি এর থেকে বেশি পড়তে পারি?"... এভাবে হাদিসটি। ঐ সাহাবী এর থেকে বেশি পড়তেন। কিন্তু শেষ জীবনে এসে আফসোস করতেন ইশ যদি আমি রাসুলুল্লাহ ﷺ এর কথাটাই তখন মেনে নিতাম।

রমজান মাসে কাবা শরিফে প্রতি রাকাতে ২ পৃষ্ঠা করে ১০ রাকাত পড়া হয়। এ ভাবে এক পারা। হাফেজি কোরআন শরিফের ২০ পৃষ্ঠায় এক পারা হয়। এটাও একটা ভালো সিসটেম।

কিরাত নিজ কানে শোনা যায় এমন উচু স্বরে পড়া। যদি কারো ঘুমের কষ্ট না হয়।

দ্রুত তিলওয়াতে এক পারার বেশি পড়ার থেকে একটু ধীর স্থির ভাবে এক পারা পড়া ভালো।

কিন্তু ১ পারা কুরআন শরিফ যদি মুখস্ত না থাকে? মুখস্ত করে নিতে হবে। প্রতিদিন ৩০ মিনিট করে সময় দিলে এক বছরে ১ পারা ইনশাল্লাহ যে কেউ মুখস্ত করে নিতে পারবে। দুই বছরে দুই পারা মুখস্ত হলে তাহাজ্জুদের জন্য যথেস্ট।

নামাজ শেষে বিতির। বিতিরের তিন রাকাত নামাজে যথাক্রমে
১। সুরা সাব্বিহিসমা
২। সুরা কাফিরুন আর
৩। সুরা ইখলাস পড়া।

তৃতীয় রাকাতের দোয়া কুনুতের পর দোয়াকে ইচ্ছামত লম্বা করা যায়।

বিতিরের পর আবারো সংক্ষেপে দুই রাকাত পড়ে নামাজ শেষ করা। এটা অপশনাল।

সব মিলিয়ে সোয়া ১ ঘন্টার মত সময় লাগবে।

শেষ রাতে পড়তে চাইলে রাত দেড়টার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়। ঘুমাতে যাবার আগে রাত বারোটা বেজে গেলে নামাজ পড়ে একবারে শুতে যেতে হবে।

এই নামাজের ব্যপারে একটা মত হলো, যারা তাহাজ্জুদ পড়ে না তাদের জন্য এটা নফল। কিন্তু যারা নিয়মিত পড়ে তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। তাই রেগুলারিটি মেন্টেইন করা জরুরী।

#HabibDua

17-Nov-2015 06:40:16

ইবনে আব্বাস রা: বর্ননা করেছেন যে রাসুলুল্লাহ ﷺ যখন বিপদে পড়তেন তখন এই দোয়াটা পড়তেন:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ
وَرَبُّ الْأَرْضِ
وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

- বুখারি ও মুসলিম।

http://sunnah.com/muslim/48/113

#HabibDua

19-Mar-2016 13:09:50

দোয়া:
اللهم افعل بي وبهم
عاجلاً وآجلاً
في الدين والدنيا والآخرة
ما أنت له أهل
ولا تفعل بنا يا مولانا
ما نحن له أهل
إنك غفور حليم
جواد كريم
رؤوف رحيم

হে আল্লাহ আমাকে এবং তাদেরকে দিন, বর্তমানে এবং ভবিষ্যতে,
দীন, দুনিয়া, আখিরাতে যা আপনার কাছে আছে।

আমাদের সাথে ঐ ব্যবহার করবেন না, হে আমাদের মাওলা, যা আমরা প্রাপ্য।

আপনি গাফুরুর হালিম।
আপনি যাওয়াদুল কারিম।
আপনি রাউফুর রাহিম।

- এহইয়াউ উলুমুদ্দিন।

#HabibDua

20-Mar-2016 06:31:03

দোয়া:
এহইয়াউ উলুমুদ্দিনে কিছু ঘটনার বর্ননা দিয়ে বলা আছে এই দোয়া যে পড়বে সে শহীদ হওয়া ব্যতিত মারা যাবে না। প্লাস আরো কিছু উপকার।

কিন্তু as usual, এই বর্ননাগুলো হাদিস থেকে আসে নি। তাই নিজ নিজ আলমের মত নিয়ে নেয়া ভালো।

হানাফি/দেওবন্দি হিসাবে ব্যক্তিগত ভাবে আমি এর উপর আমল করার ইচ্ছে করি।
ইমাম গাজ্জালি নিজে হানাফি ছিলেন না। বরং ছিলেন শাফেয়ি মাজহাবের অনুসারী।

এবং শাফেয়ি মাজহাবে সুফিজমের শিক্ষা, আমার কাছে মনে হয় হানাফিদের থেকে বেশি।

দোয়াটা এখানে। দোয়ার পেছনের ঘটনা উল্লেখ করলাম না।

اللَّهُمَّ كَما لَطَفْتَ في عَظَمَتِكَ دونَ اللُّطَفاءِ
وَعَلَوْتَ بِعَظَمَتِكَ على العُظَماءِ
وَعَلِمْتَ ما تَحْتَ أَرْضِكَ كَعِلْمِكَ بِما فَوْقَ عَرْشِكَ
فَكانَتْ وَسَاوِسُ الصُّدُورِ كالعَلانِيَةِ عِنْدَكَ
وَعَلانِيَةُ القَوْلِ كَالسِّرِّ في عِلْمِكَ
وَانقادَ كُلُّ شَيءٍ لِعَظَمَتِكَ
وَخَضَعَ كُلُّ ذي سُلطَانٍ لِسُلطانِكَ
وَصارَ أَمْرُ الدُّنْيَا وَالآخِرَةِ كُلُّهُ بِيَدِكَ
اجْعَلْ لي مِنْ كُلِّ هَمٍّ أَمْسَيْتُ فِيْهِ فَرَجاً وَمَخْرَجاً.

اللَّهُمَّ إِنَّ عَفْوَكَ عَنْ ذُنُوْبِي
وَتَجاوُزَكَ عَنْ خَطيئَتي
وَسَتْرَكَ على قَبيحِ عَمَلي
أَطْمَعَني أَنْ أَسْأَلَكَ ما لا أَسْتَوْجِبُهُ مِمَّا قَصَّرْتُ فيهِ
أدْعُوكَ آمِناً
وَأَسْأَلُكَ مُسْتَأْنِساً، فإِنَّكَ الْمُحْسِنُ إِلَيَّ
وَأنا الْمُسِيءُ إِلَى نَفْسِي فِيما بَيْنِي وَبَيْنَكَ
تَتَوَدَّدُ إِلَيَّ بِنِعَمِكَ
وَأتَبَغَّضُ إِلَيْكَ بِالْمَعَاصِي
وَلَكِنَّ الثِّقَةَ بِكَ حَمَلَتْنِي على الْجَراءَةِ عَلَيْكَ
فَجُدْ بِفَضْلِكَ وَإِحْسَانِكَ عَلَيَّ
إِنَّكَ أَنْتَ التَّوّابُ الرَّحِيْمُ، فَإِنَّكَ قُلْتَ
وَقَولُكَ الْحَقُّ: ﴿اللَّهُ لَطِيْفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مِنْ يَشَاءُ وَهُوَ القوِيُّ العَزِيزُ﴾
يالَطِيفُ
يَاخَبِيرُ
ياحَافِظُ.
[Translation pending]

#HabibDua

23-Mar-2016 16:53:26

দোয়া:

اللهم اغفر لي ولوالديّ وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات

হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন।
আর আমার আব্বাকে আম্মাকে।
আর সকল মু'মিন পুরুষ ও মহিলাদেরকে
আর সকল মুসলিম পুরুষ ও মহিলাদেরকে

তাদের মাঝে যারা বেচে আছে তাদেরকে,
যারা মারা গিয়েছে তাদেরকে।

#HabibDua

02-Apr-2016 21:15:44

দোয়া:
শয়তান থেকে বাচার জন্য

اللهم إنك سلطت علينا عدوا
عليماً بعيوبنا
يرانا هو وقبيله من حيث لا نراهم
اللهم آيسه منا كما آيستـه من رحمتك
وقنطه منا كما قنطـته من عـفوك
وباعــد بيننا وبينه كما باعـدت بينه وبين رحمتك وجنتك

প্রতিদিন ফজরের পরে।

অর্থ: হে আল্লাহ৷ আপনি আমাদের উপর এক শত্রুকে ক্ষমতা দান করেছেন, যে আমাদের দােষত্রুটি সম্পর্কে ওয়াকিফহাল৷ সে এবং তার দলবল আমাদেরকে এমন জায়গা থেকে দেখে, যেখান থেকে আমরা তাদেরকে দেখি না৷ হে আল্লাহ! অতএব আপনি তাকে আশা থেকে নিরাশ করুন, যেমন তাকে আপনার রহমত থেকে নিরাশ করেছেন৷ তাকে আমাদের থেকে হতাশ করুন, যেমন আপনার ক্ষমা থেকে হতাশ করেছেন৷ তার মধ্যে ও আমাদের মধ্যে দুরত্ব সৃষ্টি করুন, যেমন তার মধ্যে ও আপনার রহমতের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন৷

_____
এহইয়াউ উলুমুদ্দিন থেকে এটা সহ মোট তিনটা দোয়া কালেক্ট করলাম।
আর কালেক্ট করে লাভ নেই, যদি না এই তিনটার উপর আমল করতে পারি।

উপকারী ইলম দরকার।
সব ইলম না।

#HabibDua

08-Apr-2016 19:24:39

দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ
وَحُبَّ مَنْ يُحِبُّكَ
وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ
اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي
وَأَهْلِي
وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

হে আল্লাহ! আমি আপনার কাছে চাই আপনার ভালোবাসা।
আর যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা।
আর ঐ আমল যা আমাকে, আপনার ভালোবাসার কাছে আনে।

হে আল্লাহ! আমার নিজের, পরিবারের এবং ঠান্ডা পানি থেকেও আপনার ভালোবাসাকে আমার কাছে আরো প্রীয় করেন।

- তিরমিজি/৩৪৯০

#HabibDua

11-Apr-2016 20:13:43

দোয়া:

الْلَّهُم إِنِّي أَعُوْذ بِك مِن الْهَم و الْحَزَن
و أَعُوْذ بِك مِن الْعَجْز و الْكَسَل
و أَعُوْذ بِك مِن الْجُبْن و الْبُخْل
و أَعُوْذ بِك مِن غَلَبَة الدَّيْن و قَهْر الْرِّجَال

হে আল্লাহ আমি আপনার কাছে রক্ষা চাই দুশ্চিন্তা আর দুঃখ থেকে
আর আশ্রয় চাই দুর্বলতা আর অলসতা থেকে
আর আশ্রয় চাই ভিরুতা আর কৃপনতা থেকে
আর আশ্রয় চাই ঋনে ভরাক্রান্ত হওয়া আর মানুষের কাছে পরাজিত হওয়া থেকে।

- বুখারী, আবু দাউদ, নাসায়ি, তিরমিযি।

____
রাসুলুল্লাহ ﷺ একদিন এক আনসারকে অসময়ে মসজিদে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেলেন তোমার কি হয়েছে?

উনি বললেন: আমি দুঃখ আর ঋনে জর্জরিত।

রাসুলুল্লাহ ﷺ বললেন আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দেবো যদি এগুলো পড় তবে আল্লাহ তায়ালা তোমার দুঃখ অর ঋন থেকে মুক্তি দেবেন।

এর পর উনি উপরের দোয়াটা শিখিয়ে দিয়ে বললেন সকালে আর সন্ধায় এটা পড়বে।

ঐ সাহাবা বলেছেন, আমি এটা করার পর আল্লাহ তায়ালা আমাকে দুঃখ আর ঋনমুক্ত করে দেন।

- আবু দাউদ।

#HabibDua

13-Apr-2016 00:00:41

দোয়া:
الَّلهُمَّ إِنَّا نَسْتَعِيْنُكَ
হে আল্লাহ! আমরা আপনর কাছে সাহায্য চাই

وَنَسْتَغْفِرُكَ
আপনার কাছে মাফ চাই

وَنُؤْمِنُ بِكَ
আপনার উপর ঈমান রাখি

وَنَتَوَكَّلُ عَلَيْكَ
আপনার উপর ভরসা করি

وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ
আপনার ভালো গুলোর জন্য প্রশংসা করি

و نَشْكُرُكَ
আপনার শোকর করি

وَلَا نَكْفُرُكَ
আপনার কুফর করি না

وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ
সম্পর্কছেদ এবং পরিত্যগ করি যে আপনার কাছে অসৎ তাকে

الَّلهُمَّ إِيَّاكَ نَعْبُدُ
হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি

وَلَكَ نُصَلِّيْ
আপনার সালাত আদায় করি

وَنَسْجُدُ
সিজদা করি

وَإِلَيْكَ نَسْعَى
আপনার কাছে সাহায্য চাই

وَنَحْفِدُ
আপনার কাজের জন্য নিজেকে সমর্পন করি

نَرْجُوْ رَحْمَتَكَ
আপনার রহমতের আশা করি

وَنَخْشَى عَذَابَكَ
আপনার আজাবকে ভয় করি

إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِق
নিশ্চই আপনার আযাব কাফেরা ভোগ করবে।

- দোয়া কুনুত।

#HabibDua

13-Apr-2016 23:51:25

দোয়া:

سُبحَانَكَ اللهُمّ
আল্লাহ আপনি পবিত্র

وَبحمدكَ
আপনার প্রশংসার করছি

وَتَبَارَكَ اسْمُكَ،
আপনার নাম বরকতময় হোক

وَتَعَالَى جَدّكَ
আপনার অবস্থান উচুতে

وَلا إلَه غَيْرُكَ
আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

- ছানা।

#HabibDua

10-Jun-2016 15:03:25

জুমার দিন একটা সময় আছে ঐ সময়ে যে দোয়াই করা হোক আল্লাহ তায়ালা ঐ দোয়াটা কবুল করেন।

হাদিসে এতটুকু আছে। সময়টা বলে দেয়া নেই। তবে রাসুলুল্লাহ ﷺ হাত দিয়ে অল্প দেখিয়ে বুঝিয়েছেন, সময়টা খুব সংক্ষিপ্ত।

ঐ সময়টা কখন, সে ব্যপারে ভিন্ন ভিন্ন মত আছে।

____
প্রথম মত হলো, এটা জুম্মার রাতে। ভোর রাত্রের দিকে।

যেমন ইয়াকুব আ: যখন উনার ছেলেদের বলেছিলেন "ছাওফা আছতাগফিরু লাকুম রাব্বি" "শিগ্রই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো।" সুরা ইউসুফ। অর্থাৎ উনি ঐমুহুর্তে তাদের জন্য ক্ষমা চান নি। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, উনি অপেক্ষা করেছিলেন পরবর্তি জুমার রাতের জন্য। তফসিরে তাবারি দ্রস্টব্য।

____
দ্বিতীয় মত হলো এটা জুম্মার দিন দুপুরে। ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে উঠতে থাকেন।

একটি বিখ্যাত হাদিসে যেমন বর্নিত আছে রাসুলুল্লাহ ﷺ একবার ঐ সময়ে তিনবার আমিন বলেছিলেন। পরবর্তিতে বলেছিলেন জিব্রিল আঃ ঐ সময়ে তিনটা দোয়া করেছিলো আমি আমিন বলেছি। রমজান পেয়ে যে গুনাহ মাফ করাতে পারলো না, রাসুলুল্লাহ ﷺ এর নাম নেবার পর যে দুরুদ শরিফ পাঠ করলো না, আর পিতা-মাতাকে পেয়েও জান্নাত পেলো না তাদের ধংশের জন্য।

____
তৃতীয় মত হলো সময়টা জুম্মার দিন আসর থেকে মাগরিব এর মাঝে।

যেমন এর পক্ষে একজন সাহাবি থেকে বর্নিত আছে। অন্য এক জন বললেন ঐ সময় তো নামাজ পড়া যায় না। তখন ঐ সাহাবী জবাব দিলেন ওজু করে নামাজের অপেক্ষা করা নামাজে পড়ার মতই।

_____
চতুর্থ মত হলো সময়টা ঘুরে। শবে কদরের রাত্রির মত।

আল্লাহ তায়ালা আমাকে, আমার পিতা-মাতাকে আর সমস্ত মু'মিন-মুসলিমদের ক্ষমা করুন।

#HabibDua

11-Jan-2017 20:31:50

কোরআন শরিফে বর্নিত ৩ টি দোয়া:


আইয়ুব (আ:) এর দোয়া:
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।


ইউনুস (আ:) এর দুয়া
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।


যাকারিয়া (আ:) এর দোয়া
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।

#HabibDua

19-Feb-2017 20:58:31

দোয়া : মুসিবতে পড়লে।

সরকারের জুলুম চলছে অনেক দিন। পরিচিত অনেকে ফাদে পড়ে জেলে।
অর্থনীতিতে মন্দা চলছে অনেকদিন। চাকরি ছাড়া অনেকে কষ্টে।
আইনের শাসন নেই অনেক দিন। জালেমের ভয়ে আতংকে রাত কাটাচ্ছে।

সবার জন্য এই দোয়াটা।
যাকে আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দেবে সে ইনশাল্লাহ ততটুকু পড়বে।


হাদিস:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
যে দুঃখ বিপদে পড়বে সে এই দোয়া পড়লে আল্লাহ তায়ালা তার বিপদকে দূর করে দেবেন এবং সেটা উল্টিয়ে তাকে আনন্দিত করে দেবেন।

সাহাবা কিরামগন জিজ্ঞাসা করলেন
: আমরা কি এই দোয়া মুখস্ত করবো?

উনি ﷺ জবাব দিলেন,
: হ্যা, যে এটা শুনে তার উচিৎ দোয়াটা মুখস্ত করে নেয়া।

দোয়াটা:

اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ،
ابْنُ عَبْدِكَ ،
ابْنُ أَمَتِكَ ،
نَاصِيَتِي بِيَدِكَ ،
مَاضِ فِيَّ حُكْمُكَ ،
عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ،
أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ،
سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ،
أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ،
أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ،
أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ،
أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ،
وَ نُورَ صَدْرِي ،
وَ جَلاءَ حُزْنِي ،
وَ ذَهَابَ هَمِّي

হে আল্লাহ!
আমি আপনার গোলাম,
আমার আব্বা আপনার গোলাম, আমি উনার সন্তান,
আমার আম্মা আপনার গোলাম, আমি উনার সন্তান।

আপনি আমার মাথার চুল ধরে আছেন,
আপনার হুকুমেই আমার জীবন,
আপনার বিচারই ন্যয় বিচার।

আপনার কাছে চাইছি আপনার প্রতিটা নাম দিয়ে,
যে নাম আপনি নিজে নিজেকে দিয়েছেন,
যে নাম আপনি কিতাবে নাজিল করেছেন,
যে নাম আপনার যে কোনো সৃষ্টিকে জানিয়েছেন,
যে নাম আপনি একান্ত নিজের কাছে গায়বের ইলমে রেখেছেন।

কুরআনকে আমার অন্তরের ঝর্না করেন,
হৃদয়ের নূর করেন,
আমার কষ্টকে সরিয়ে দেন,
আমার দুঃখকে দূর করেন।।


মসনদে আহমদ এবং আরো অনেক কিতাবে হাদিসটি এসেছে।
আলবানীর মতে এটা সহি।

আরবী বর্ননা এখানে,
http://library.islamweb.net/hadith/display_hbook.php?hflag=1&bk_no=891&pid=327908

ইংরেজি অনুবাদ,
http://dailyhadith.abuaminaelias.com/2011/12/05/hadith-of-supplication-whoever-says-this-allah-will-replace-his-affliction-with-happiness/

যারা আরবী পড়তে পারেন না, তারা উচ্চারন এখানে পাবেন,
https://habibur.com/other/article/id.0fd084f9-2162-4f99-b08d-3d6b21e9cb94/

#HabibDua

27-Feb-2017 21:03:52

দোয়া - ১
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ❊
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ❊
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ ❊
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ ❊

আমাদের রব!
আপনি এই সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন নি!
আপনি পবিত্র,
আমাদেরকে আগুন থেকে বাচান।

আমাদের রব!
আপনি যাকে আগুনে ফেললেন তাকে অপমানিত করলেন,
জালেমদের কোনো সাহায্য নেই।

আমাদের রব!
আমরা শুনেছি একজন ঈমানের দিক ডাকছে,
"তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো!"
\-- আমরা ঈমান এনেছি।

আমাদের রব!
আমাদের গুনাহ মাফ করেন,
আমাদের দোষ দূর করেন।
নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করেন।

আমাদের রব!
আমাদের সেগুলো দেন,
যেগুলোর ওয়াদা আপনার রসুলকে দিয়ে করেছেন।
কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না।
আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না।

- সুরা আল ইমরান

#HabibDua

28-Feb-2017 05:35:42

দোয়া - ২
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ❊
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ❊

রব! আপনার উপর নির্ভর করেছি,
আপনার দিকে ফিরেছি,
আপনার কাছে ফিরে আসা।

রব! আমাদেরকে কাফেরদের ফিতনার কারনা করবেন না,
মাফ করেন, রব!
আপনি মহান, জ্ঞানি।

- সুরা মুমতাহিনা।

#HabibDua

20-May-2017 22:53:05

দোয়া - ১
আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত নাবী ﷺ বলেছেনঃ শোয়ার সময় যদি এই দুআটি কেউ তিনবার পড়ে তবে তার গুনাহর সংখ্যা যদি
সমুদ্রের ফেনার মত
বা গাছের পাতার মত
বা মরুভূমির বালুর মত
বা দুনিয়ার দিনের সংখ্যার মত
হয় তবুও আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন।

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

আস্তাগফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাউয়ুম, ওয়া আতুবু ইলাইহি।

অর্থ :
আমি মাফ চাই আল্লাহর কাছে
যিনি জীবিত ক্ষমতাশীল।
আমি উনার দিকে ফিরলাম।

তিরমিজী - ৩৩৯৭

দ্বিতীয় হাদিসে আছে যে এটা পড়বে তাকে মাফ করে দেয়া হবে যদিও সে যুদ্ধ ময়দান থেকে পালায়।

তিরমিযি এবং আবু দাউদ।

#HabibDua

23-May-2017 23:08:02

দোয়া - ২

একবার এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ এর সাথে মসজিদে বসে ছিলেন। এক লোক নামাজে এই কথাগুলো দিয়ে দোয়া করছিলো। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন সে ইসমে আজম দিয়ে দোয়া করছে। এটা দিয়ে ডাকলে জবাব দেয়া হয়। কিছু চাইলে দেয়া হয়।

اللهم !
إني أسألك بأن لك الحمد ،
لا إله إلا أنت الحنان المنان ،
بديع السماوات والأرض ،
يا ذا الجلال والإكرام !
يا حي يا قيوم !
أسألك

উচ্চারন:
আল্লাহুম্মা।
ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদ।
লা ইলাহা ইল্লা আনতা, আল হান্নান আল মান্নান।
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ।
ইয়া জিল জালালী ওয়াল ইকরাম।
ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম।
আসআলুকা।

অর্থ:
হে আল্লাহ!
আমি আপনার কাছে চাই কারন আপনার জন্যই প্রশংসা।
আপনি ছাড়া কোনো ইল্লাহ নেই।
দয়ালু দাতা।
আকাশ-পৃথিবী যিনি আরম্ভ করেছেন।
হে রাজকীয় সম্মানিত।
হে জীবিত চিরজীবী।
আপনার কাছে চাই।

রেফারেন্স:
كنت جالسا مع النبي - صلى الله عليه وسلم - في المسجد ، ورجل يصلي ، فقال : اللهم ! إني أسألك بأن لك الحمد ، لا إله إلا أنت الحنان المنان ، بديع السماوات والأرض ، يا ذا الجلال والإكرام ! يا حي يا قيوم ! أسألك ، فقال النبي - صلى الله عليه وسلم - : دعا الله باسمه الأعظم ؛ الذي إذا دعي به أجاب ، وإذا سئل به أعطى
الراوي: أنس بن مالك - خلاصة الدرجة: إسناده صحيح - المحدث: الألباني - المصدر: مشكاة المصابيح

#HabibDua

24-May-2017 22:21:07

দোয়া - ৩
রাসুলুল্লাহ ﷺ এটা দোয়াটা পড়তেন।

رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ
وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ
وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ
وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي
وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ
رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا
لَكَ ذَكَّارًا
لَكَ رَهَّابًا
لَكَ مِطْوَاعًا
لَكَ مُخْبِتًا
إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا
رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي
وَاغْسِلْ حَوْبَتِي
وَأَجِبْ دَعْوَتِي
وَثَبِّتْ حُجَّتِي
وَسَدِّدْ لِسَانِي
وَاهْدِ قَلْبِي
وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي

আমার রর!
আমাকে সাহায্য করেন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না।
আমাকে সহযোগিতা করেন, আমার বিরুদ্ধে সহযোগিতা করবেন না।
আমার পক্ষে পরিকল্পানা করেন, আমার বিপক্ষে পরিকল্পনা করবেন না।
আমাকে পথ দেখান, আমার পথকে সহজ করেন।
আমাকে সাহায্য করেন বিরোধীদের উপর।

আমার রব! আমাকে করেন
আপনার শোকোরকারী,
আপনার জিকিরকারী,
আপনাকে ভয়কারী,
আপনার অনুগত,
আপনার প্রতি বিনয়ী,
মিনতির সাথে আপনার দিকে প্রাত্যাবর্তনকারী।

আমার রব!
আমার তওবা কবুল করেন,
গুনাহ ধুয়ে দিন,
ডাকের জবাব দিন,
প্রমানকে মজবুত করে দিন,
যবানকে সঠিক করুন,
অন্তরের খারাপ সমুহ বের করে দিন।

- ইবনে মাযা ও তিরমিজি।

শুধু পড়ে এটা মুখস্ত হওয়া টাফ হতে পারে। তাই নিচে এক শায়েখ দোয়াটা পড়ছেন তার ভিডিও। শুনতে থাকলে দ্রুত মুখস্ত হবে ইনশাল্লাহ।

আরো অনেক সুরে এই দোয়াটা আরবদের কেউ না কেউ পড়ছে, তার ভিডিও আছে ইউটুবে। খূজলে পাবেন।

#HabibDua

25-May-2017 19:50:59

দুয়া - ৪

আনাস ইবন মালিক (রাঃ) বলেছেন,

এক লোক নবী ﷺ এর কাছে এসে জিজ্ঞাসা করে,
: ইয়া রাসূলাল্লাহ কোন দু'আ সর্বোত্তম?
উনি ﷺ জবাব দিলেন,
: তোমার রবের কাছে চাইবে
الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও মুক্তি।

লোকটি দ্বিতীয় দিন আবার এল।
: ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দু'আ কোনটি?
তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন।

সে তৃতীয় দিনও এল।
এ বারও তিনি আগের মতই জওয়াব দিয়ে বললেন,
: দুনিয়াতে যদি তোমাকে নিরাপত্তা দেয়া হয় আর আখিরাতেও নিরাপত্তা দেয়া হয়, তবে তুমি সফল।

ইবনে মাজাহ ও তিরমিজি
হাসান-গরিব।

আররীতে দোয়াটা হবে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও মুক্তি চাচ্ছি।

আফিয়া মুয়াফিয়ার অনেক অর্থ আছে। রোগমুক্তি, বিপদমুক্তি, শান্তি, ক্ষমা, ভালো থাকা, সুখে থাকা। কাছা কাছি অর্থ উপরে লিখেছি।

#HabibDua

27-May-2017 13:05:52

দোয়া - ৫
রাসুলুল্লাহ ﷺ একজনকে এই দোয়াটা পড়তে শুনে বলেছিলেন এতে ইসমে আজম আছে যেটা দিয়ে দোয়া করলে জবাব দেয়া হয় এবং কিছু চাইলে দান করা হয়।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

তিরমিযি ও ইবনে মাজা।
হাসান গরিব।

ইসমে আজমের উপর একাধিক হাদিস আছে। আরেকটা হাদিস থেকে অন্য একটা দোয়া এর আগে দিয়েছিলেম। #HabibDua ট্যগে ক্লিক করলে পাবেন।

_____
দুয়া সংক্রান্ত সকল পোষ্ট এই #HabibDua হ্যশট্যগে দিয়ে দিয়েছি। ১০-১৫ টার মত হবে।

কিছু দোয়া কোরআন থেকে, কিছু হাদিস থেকে কিছু সুফি সোর্স থেকে যেমন গাজ্জালির বই থেকে কালেকটেড।

স্পষ্ট মার্ক করা আছে যেন যারা সুফি সোর্স পরিহার করে চলেন, তারা যেন সেগুলো স্কিপ করে যেতে পারেন।

যে দোয়াগুলো আমার মুখস্ত নেই, সেগুলো এখানে একত্রিত করছি।
মোবাইলে নিচের পেইজ খুলে পড়তে পারবেন। Easy to remember URL.

https://habibur.com/page/dua/

#HabibDua

01-Jun-2017 19:52:30

দোয়া,
রাসুলুল্লাহ ﷺ এই দোয়াটা পড়তেন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা আর অভাবমুক্তি চাচ্ছি।

হাদিস/মুসলিম শরিফ।

#HabibDua

05-Jun-2017 19:40:29

দোয়া:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন যখন তোমাদের কেউ সকাল পাবে সে বলবে

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا
وَبِكَ أَمْسَيْنَا
وَبِكَ نَحْيَا
وَبِكَ نَمُوتُ
وَإِلَيْكَ الْمَصِيرُ

আর যখন সন্ধ্যা পাবে বলবে

‏اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا
وَبِكَ أَصْبَحْنَا
وَبِكَ نَحْيَا
وَبِكَ نَمُوتُ
وَإِلَيْكَ النُّشُورُ

অর্থ:
হে আল্লাহ।
আপনার জন্য আমাদের সকাল,
আপনার জন্য আমাদের সন্ধ্যা,
আপনার জন্য জীবন।
আপনার জন্য মরন।
আপনার কাছে ফিরে যাবো।

- তিরমিজি।
https://sunnah.com/tirmidhi/48/22

দুই দোয়ার অর্থ কাছা কাছি। কিছু পার্থক্য আছে।

উচ্চারন ও মুখস্ত:
ইউটুবের এই ভিডিওটা দেখতে থাকলে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ।
https://www.youtube.com/watch?v=dEOXvWtCTlc
https://www.youtube.com/watch?v=gVcuXI8FYVI

পোষ্ট করা দোয়াগুলো এই পেজে সংগ্রহ করছি।
https://habibur.com/page/dua/

#HabibDua

14-Jul-2017 18:14:07

দোয়া : হিফাজতের জন্য

এক লোক রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বললেন গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দিয়েছে।

উনি ﷺ বললেন, তুমি যদি সন্ধায় পড়তে

أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِن شَرّ مَا خَلَقَ

তবে তোমার কোনো ক্ষতি করতে পারতো না।

অর্থ: আমি আল্লাহর সমস্ত কালাম দিয়ে উনার সৃষ্টির ক্ষতি থেকে রক্ষা চাইছি।

- মুসলিম।

আরবী বর্ননা,
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم، فقال‏:‏ يا رسول الله ما لقيت من عقرب لدغتني البارحة‏!‏ قال‏:‏ ‏ "‏أما لو قلت حين أمسيت‏:‏ أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تضرك‏

আরেকটু ডিটেলসে মুয়াত্তার বর্ননার লিংক https://sunnah.com/urn/517230

#HabibDua

24-Nov-2018 20:49:33

ইমাম গাজ্জালির এহইয়া উলুমুদ্দিন থেকে সবগুলো দোয়া কালেক্ট করছি।

নিচের দোয়াটা রাসুলুল্লাহ সা: পড়েছেন ফজরের সু্ন্নাহ পড়ার পরে। ইবনে আব্বাসের বর্ননা। হাদিসটা তিরমিযিতে আছে। জয়িফ বর্ননায়।
https://sunnah.com/tirmidhi/48/50

ইউটুবে এক শায়েখ বলছেন পড়লে সমস্যা নেই। সুন্নাহ মনে না করলেই হলো।

এতটুকু সালাফিদের জন্য। আামাদের হানাফিদের জন্য জয়িফ হাদিসের দোয়া পড়াতে কোনো নিষেধ আছে বলে জানি না।

আমার কাছে, দোয়া দোয়াই, বাংলায় নিজে নিজে বানিয়ে করলেও দোয়া। তোয়াফে এই দোয়াটা অনেককেই পড়তে দেখেছি।

লম্বা কিন্তু খুবই অর্থবহ, যার মাঝে অনেক দোয়া চলে আসছে।
এর রিসাইটেশন আরবীতে কমেন্টে দেয়া আছে। অর্থ পাবেন লিংকড হাদিসে, বা ইউটুব ভিডিওর সাবটাইটেলে ইংরেজিতে।
https://www.youtube.com/watch?v=w-Ho7ZcMUZ4

এই রকম দোয়া রেখে কিসের কবিতা এতদিন অনুবাদ করছিলাম সেটা নিজেকে প্রশ্ন।

Translation pending.
اللهم إني أسألك رحمة من عندك
تهدي بها قلبي
وتجمع بها شملي
وتلم بها شعثي
وترد بها الفتن
عني وتصلح بها ديني
وتحفظ بها غائبي
وترفع بها شاهدي
وتزكي بها عملي
وتبيض بها وجهي
وتلهمني بها رشدي
وتعصمني بها من كل سوء
اللهم أعطني إيماناً صادقاً
ويقيناً ليس بعده كفر
ورحمة أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
اللهم إني أسألك الفوز عند القضاء
ومنازل الشهداء
وعيش السعداء
والنصر على الأعداء
ومرافقة الأنبياء
اللهم إني أنزل بك حاجتي
وإن ضعف رأيي
وقلت حيلتي
وقصر عملي
وافتقرت إلى رحمتك
فأسألك يا كافي الأمور
ويا شافي الصدور
كما تجير بين البحور
أن تجيرني من عذاب السعير
ومن دعوة الثبور
ومن فتنة القبور
اللهم ما قصر عنه رأيي
وضعف عنه عملي
ولم تبلغه نيتي وأمنيتي من خير وعدته أحداً من عبادك
أو خير أنت معطيه أحداً من خلقك
فإني أرغب إليك فيه
وأسألكه يا رب العالمين
اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين
حرباً لأعدائك
وسلماً لأوليائك
نحبب بحبك
من أطاعك من خلقك
ونعادي بعداوتك
من خالفك من خلقك
اللهم هذا الدعاء وعليك الإجابة
وهذا الجهد وعليك التكلان
وإنا لله وإنا إليه راجعون
ولا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ
ذي الحبل الشديد والأمر الرشيد
أسألك الأمن يوم الوعيد
والجنة يوم الخلود
مع المقربين الشهود
والركع السجود
الموفين بالعهود
إنك رحيم ودود
وأنت تفعل ما تريد
سبحان الذي لبس العز
وقال به سبحان الذي تعطف بالمجد
وتكرم به سبحان الذي لا ينبغي التسبيح إلا له
سبحان ذي الفضل والنعم
سبحان ذي العزة والكرم
سبحان الذي أحصى كل شيء بعلمه
اللهم اجعل لي نوراً في قلبي
ونوراً في قبري
ونوراً في سمعي
ونوراً في بصري
ونوراً في شعري
ونوراً في بشري
ونوراً في لحمي
ونوراً في دمي
ونوراً في عظامي
ونوراً من بين يدي
ونوراً من خلفي
ونوراً عن يميني
ونوراً عن شمالي
ونوراً من فوقي
ونوراً من تحتي
اللهم زدني نوراً
وأعطني نوراً
واجعل لي نوراً

#HabibDua
#hTasauf

05-Dec-2018 23:16:59

মারুফ কারখী বলছেন মুহাম্মদ বিন হাসান কে [রাহি:]
  • তোমাকে ১০ টা কালাম শেখাবো? ৫টা দুনিয়ার, ৫ টা আখিরাতের। যেগুলো দিয়ে দোয়া করে তুমি আল্লাহকে কাছে পাবে?
  • লিখে দিন।
  • না মুখস্ত করিয়ে দিচ্ছি। যেভাবে আমার উস্তাদ আমাকে করিয়েছিলেন।

    حسبي الله لديني
    حسبي الله لدنياي
    حسبي الله الكريم لما أهمني
    حسبي الله الحليم القوي لمن بغى علي
    حسبي الله الشديد لمن كادني بسوء
    حسبي الله الرحيم عند الموت
    حسبي الله الرؤوف عند المسألة في القبر
    حسبي الله الكريم عند الحساب
    حسبي الله اللطيف عند الميزان
    حسبي الله القدير عند الصراط
    حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم

    আল্লাহ যথেষ্ট আমার
    দ্বিনে।
    দুনিয়ায়।
    দুশ্চিন্তায়।
    বিরোধিতায়।
    বিপদে।
    মৃত্যুতে।
    কবরে।
    হিসাবে।
    পুলসিরাতে।
    আল্লাহ যথেষ্ট, উনি ছাড়া কোনো মা'বুদ নেই, উনার উপর নির্ভর করলাম, উনি আরশের রব।

    #HabibDua
    #hTasauf

  • 31-Dec-2018 22:52:52

    দোয়া :

    سبحان الله العليّ الدّيّان
    سبحان الله الشديدِ الأركان
    سبحان من يذهبُ بالليل ويأتي بالنهار
    سبحان من لا يشغُلُهُ شأن عن شأن
    سبحان الله الحنّان المنّان
    سبحان الله المُسبّحُ في كُلِّ مكان

    সোবহানাল্লাহ,
    ...সর্বোচ্চ খোদা
    ...যার রোকন মজবুত
    ...যিনি রাতকে নিয়ে দিনকে আনেন
    ...যাকে এক কাজ অন্য কাজ থেকে ব্যস্ত রাখে না
    ...যিনি স্নেহময় দয়ালু
    ...যার পবিত্রতা প্রতি জায়গায়।।

    এটা এডভান্সড দোয়া। অন্তরে প্রাভাব না পড়লে এই দোয়া পড়ে কাজ হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে শুধু তসবিহ আদায় করেন যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।

    এই দোয়ার বর্ননা উলুমু্দ্দিনে আছে। সোর্স একটা কিচ্ছা থেকে যেখানে সোয়াব বলা আছে ১০০ বার পড়লে মৃত্যুর আগে তাকে আল্লাহ তায়ালা জান্নাতে তার স্থান দেখাবেন। কোনো হাদিস থেকে না।

    #HabibDua

    01-Jan-2019 22:27:51

    তৌহিদ :

    আবু হুরাইরা রা: বলেন,
    রাসুলুল্লাহ ﷺ বলেন

    যে ব্যক্তি কোনো দিনে ১০০ বার পড়বে

    لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
    وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ
    لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
    وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

    সে সোয়াব পাবে

  • ১০ জন দাস মুক্তি।
  • ১০০ সোয়াব।
  • ১০০ গুনাহ মাফ।
  • সন্ধা পর্যন্ত শয়তান থেকে হিফাজত।
  • এর থেকে বেশি সোয়াব আর কেউ কামাতে পারবে না, যে এর থেকে বেশি বার পড়েছে সে ছাড়া।

    - সহি মুসলিম।

    #HabibDua

  • 07-Jan-2019 19:18:57

    দুরুদে লাখি, ওজিফার বই থেকে। অনেকটা নিজের জন্য সেইভ করে রাখলাম।

    اللهم صل و سلم على سيدنا و مولنا محمد وعلى آل سيدنا محمد
    ... بعدد رحمة الله
    ... بعدد فظل الله
    ... بعدد خلق الله
    ... بعدد علم الله
    ... بعدد كلمت الله
    ... بعدد كرم الله
    ... بعدد حروف كلام الله
    ... بعدد قطرات الامتار
    ... بعدد اوراق الاشجار
    ... بعدد رمل القفار
    ... بعدد ما خلق في البحار
    ... بعدد الحبوب والثمار
    ... بعدد الليل والنهار
    ... بعدد ما اظلم عليه الليل و الشرق عليه النهار
    ... بعدد من صلى عليه
    ... بعدد من لم يصلى عليه
    ... بعدد انفاس الخلائق
    ... بعدد انجوم السموت
    ... بعدد كل شيء في الدنيا والاخرة

    صلوات الله تعالى وملئكته وانبيائه ورسله وجميع الخلائق
    على سيد المرسلين وامام المتقين وقائد الغر المحجلين وشفيع المذنبين
    سيدنا ومولنا محمد وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته
    واهل طاعتك اجمعين
    من اهل السماوت الارضين
    برحمتك ياارحم الراحمين
    ويا اكرم الاكرمين
    وصلى الله تعالا على سيدنا محمد واله واصحابه اجمعين
    وسلم تسليما دائما ابدا كثرا كثيرا
    والحمد لله رب العالمين

    অর্থ :
    হে আল্লাহ আপনি সালাত আর সালাম পাঠান আমাদের সাইয়েদ [সর্দার] ও মাওলা [বন্ধু] মুহাম্মদ আর উনার বংশধরদের উপর, এত বেশি সংখ্যক যত বেশি ...
    আপনার রহমত,
    আপনার ফজল,
    আপনার সৃষ্টি,
    আপনার জ্ঞান,
    আপনার কথা,
    আপনার করম,
    আপনার কালামের অক্ষর,
    বৃষ্টির ফোটা,
    গাছের পাতা,
    মরুভূমির বালি,
    সমূদ্রের সব সৃষ্টি,
    শস্য-ফল,
    দিন-রাত্রি,
    রাত্রির অন্ধকার আর দিনের আলো,
    যারা সালাম পাঠায়,
    যারা সালাম পাঠায় না,
    সৃষ্টির সবার নিঃশ্বাস,
    আকাশের তারা,
    দুনিয়া-আখিরাতের প্রতিটা জিনিস
    ...এই সব কিছুর সংখ্যা পরিমান।

    আরবিটা দিয়েছি যারা জানে তাদের জন্য শর্ট নোট হিসাবে। রিপিটেড লাইন পূর্ন করে না লিখে। কেউ উৎসাহি হলে যে কোনো ওজিফার বই দেখুন।

    এর আগে এটা পড়া উচিৎ কিনা সেটা আপনার পছন্দের আলেমের থেকে জেনে নিন। যেহেতু অনেক মাজহাব-মানহাজ-মাসলাকের ফলোয়ার আছেন, সবার জন্য এক নিয়ম না। এই উপদেশটা কমন যে কোনো দোয়ার জন্য যেটা হাদিসে নেই। এই দুরুদটা হাদিসে নেই।

    #hTasauf
    #HabibDua

    17-Jan-2019 00:07:29

    দোয়া : [সুফি/হাদিসে নেই]
    يا حي يا قيوم
    يا ذا الجلال والإكرام
    يا إله الأولين والآخرين
    يا رحمن الدنيا والآخرة ورحيمهما
    يا رب يا رب يا رب
    يا الله يا الله يا الله

    এটা আবদাল كرز بن وبرة কে শেখানো খিজির আঃ এর দোয়া, যা উলুমুদ্দিনে বর্নিত আছে কাহিনি সহ।

    #HabibDua

    20-Feb-2019 00:04:03

    দোয়া [এটা হাদিস থেকে না] :

    এক দোয়ায় সর্বোচ্চ হামদ, দুরুদ আর দোয়ার জন্য।

    اللهم لك الحمد كما أنت أهله
    فصل على محمد كما انت أهله
    وأفعل بنا ما أنت أهله
    فإنك أهل التوقى وأهل المغفرة

    হে আল্লাহ,
    আপনার জন্য হামদ, যেমন আপনার শান
    সালাত পাঠান মুহাম্মদের উপর, যেমন আপনার শান
    আমাদের ব্যপারে করেন, যেমন আপনার শান।
    ভয় আপনাকে, ক্ষমা আপনার।

    রেফারেন্স :
    وعن أبي محمد عبد الله الموصلي المعروف بابن المشتهر وكان فاضلاً أنه قال من أراد أن يحمد الله تعالى بأفضل ما حمده أحد من خلقه من الأولين والآخرين والملائكة المقربين وأهل السموات والأرضين ويصلي على محمد - صلى الله عليه وسلم - أفضل ما صلى عليه أحد ممن ذكره غيره ويسأل الله أفضل ما سأله أحد من خلقه فليقل اللهم لك الحمد كما أنت أهله فصل على محمد كما انت أهله وأفعل بنا ما أنت أهله فإنك أهل التوقى وأهل المغفرة أخرجه النميري.

    #hTasauf
    #HabibDua

    25-Feb-2019 07:05:01

    দোয়া :

    سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ،
    وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ،
    وَاللَّهُ أَكْبَرُ ،
    وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ،
    عَدَدَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى
    وَزِنَةَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى
    وَمِلْءَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى

    সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার
    আল্লাহ ছাড়া করার মতো কোনো শক্তি নেই।
    অত সংখ্যক যত আল্লাহ জানেন।
    অত ওজনে যত আল্লাহ জানেন।
    অত পরিমানে যত আল্লাহ জানেন।

    তাম্বিহুল গাফিলিনে এটা ইস্রাফিল আঃ রাসুলু্ল্লাহ ﷺ কে শিখিয়েছেন বর্ননা আছে।

    এর সোয়াবের বর্ননা আছে নিচে আরবিতে

    Ref :

    (حديث موقوف) قَالَ : وَحَدَّثَنِي الثِّقَةُ بِإِسْنَادٍ , عَنِ الضَّحَّاكِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا ، قَالَ : جَاءَ إِسْرَافِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ : قُلْ يَا مُحَمَّدُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ، عَدَدَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى وَزِنَةَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى وَمِلْءَ مَا عَلِمَ اللَّهُ تَعَالَى ، فَمَنْ قَالَهَا مَرَّةً كَتَبَ اللَّهُ لَهُ خَمْسَ خِصَالٍ ، كُتِبَ مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا ، وَكَانَ أَفْضَلَ مَنْ ذَكَرَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ، وَكَانَ لَهُ غَرْسًا فِي الْجَنَّةِ وَتَحَاتَتْ عَنْهُ ذُنُوبُهُ ، كَمَا يَتَحَاتُّ وَرَقُ الشَّجَرِ الْيَابِسِ ، وَنَظَرَ اللَّهُ إِلَيْهِ وَمَنْ نَظَرَ اللَّهُ إِلَيْهِ لَمْ يُعَذِّبْهُ .

    #HabibDua

    25-Feb-2019 17:15:30

    এস্তেগফার :
    اللهم اغفر لى ولوالدى
    وللمؤمنين والمؤمنات
    والمسلمين والمسلمات
    الاحياء منهم والاموات

    হে আল্লাহ, আমাকে মাফ করেন আর আমার বাপ-মা কে
    মু'মিন নারি-পুরুষদের
    মুসলিম নারি-পুরুষদের
    তাদের জিবিতদের-মৃতদের।

    সরাসরি এস্তেগফারটা হাদিসে নেই। কিন্তু বলা আছে যে মু'মিন মুসলিমদের জন্য এস্তেগফার করবে তাকে মু'মিন-মুসলিমদের সংখ্যা পরিমান সওয়াব দেয়া হবে। এবং আলবানির মতে সে হাদিসটা সহি।

    #HabibDua

    31-Mar-2019 08:11:27

    হিফাজতের দোয়া :

    কমেন্টে একটা ভিডিও যেখানে এক জন বলছেন যে মুফতি তাকি উথমানি সাহেব কখনো বলেছিলেন "আমি দুয়ায়ে আনাস পড়ি।" উনি বলছেন এর বরকতে আল্লাহ তায়ালা তাকি উথমানি সাহেবকে বাচিয়ে দিয়েছেন।

    এই দোয়ার ইতিহাস ফেসবুকে খুজলে পাবেন। আমি সেটা লিখলাম না। শুধু দোয়াটা দিলাম।

    بِسْمِ الله علیٰ نفْسِی و دِینیْ
    بسم الله علیٰ اَهْلی و مالِیْ و وَلَدِیْ
    بسم الله علیٰ ما اَعْطَانِیَ الله
    الله ُرَبِّی لا اُشْرِکُ بِهِ شَيْئاً
    الله ُاکبر الله ُاکبر الله ُاکبر
    و اَعَزُّ و اَجَلُّ و اَعْظَمُ ممِاَّ اَخَافُ و اَحْذَرُ
    عَزَّ جَارُک و جَلَّ ثَنَاؤُک ولا اله غَیْرُک
    اللهم اِنِّی اَعُوْذُبِکَ مِنْ شَرِّ نَفْسِی
    و مِن شَرِّ کُلِّ شَیْطَانِ مَّرِیْدِ
    و مِن شَرِّ کُلِّ جَبَّارِ عَنِیْدِ
    فَاِن تَوَلَّوْا فَقُل حَسْبِی الله لا اله الا هو
    عَلَیهِ تَوَکَّلْتُ وهو ربُّ العَرْشِ العَظِیمْ
    اِنَّ وَلِیَّ ىَ الله الَّذِی نَزَّلَ الْکِتَابَ و هو یَتَولَّ الصَّالحِین

    এই হাদিসটা সহি হবার ব্যপারে সন্দেহ আছে পড়েছিলাম। তাই আগে দোয়াটা শেয়ার করি নি। কিন্তু এর লাভ যদি প্রমানিত হয় তবে এর পর কিছু বলার থাকে না।

    আল্লাহ তায়ালা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা করুন।

    #HabibDua

    01-Apr-2019 22:55:08

    দোয়া :

    আবু উমামা রা: বলেন,
    রাসুলুল্লাহ ﷺ একবার দেখেন আমি ঠোট নাড়িয়ে কিছু পড়ছি।
    উনি বললেন,
    "ঠোট নাড়িয়ে তুমি কি পড়ছো আবি উমামা?"
    "আল্লাহর জিকির করছি ইয়া রাসুলুল্লাহ" ﷺ
    "তুমি দিন রাত জিকির করার থেকে বেশি সোয়াবের দোয়া কি আমি তোমাকে শিখাবো না?"
    "বলুন"

    পড়বে :

    سبحان اللهِ عدَدَ ما خلق
    سبحان اللهِ مِلْءَ ما خلَق
    سبحان اللهِ عدَدَ ما في الأرضِ والسماءِ
    سبحان اللهِ مِلْءَ ما في الأرضِ والسماءِ
    سبحان اللهِ عدَدَ ما أحصى كتابُه
    سبحان اللهِ مِلْءَ ما أحصى كتابُه
    سبحان الله ِعددَ كلِّ شيءٍ
    سبحانَ اللهِ مِلْءَ كلِّ شيءٍ

    الحمدُ للهِ عددَ ما خلق
    الحمدُ لله مِلْءَ ماخلَق
    الحمدُ لله عدَدَ ما في الأرضِ والسماءِ
    الحمدُ لله مِلْءَ ما في الأرضِ والسماءِ
    الحمدُ للهِ عدَدَ ما أحصى كتابُه
    والحمدُ لله مِلْءَ ما أحصى كتابُه
    والحمدُ للهِ عدَدَ كلِّ شيءٍ
    والحمدُ للهِ مِلْءَ كلِّ شيءٍ

    এর পর বললেন : "এটা তুমি তোমার পরবর্তিতে যারা আসবে তাদেরকেও শিখিয়ে দিও।"

    - নাসাঈ, ইবনে খুজাইমা, তাবরানি।

    আরবি বর্ননা কমেন্টে।

    সংক্ষেপে মনে রাখার জন্য এতটুকু জানলেই হবে।

    [ سبحان اللهِ | الحمدُ للهِ ]
    [ عدَدَ | مِلْءَ ]
    [ ما خلق | ما في الأرضِ والسماءِ | ما أحصى كتابُه | كلِّ شيءٍ ]

    #HabibDua

    27-Dec-2019 00:35:15

    দোয়া আনাস :

    হিফাজতের জন্য। এটা একটু লম্বা ভার্সন। এর আগে যেটা শেয়ার করেছিলাম সেটা ছিলো ছোট ভার্সন। আগেরটা যদি মুখস্ত থাকে তবে এটা সহজ হয়ে যাবে।

    FAQ :

    "কোনটা ঠিক?"

    জানা নেই। সবগুলো পাচ্ছি নেটে। সংক্ষিপ্তটা আগে শিখে এর পর লম্বাটা মুখস্ত করতে সমস্যা দেখি না।

    "জের জবর দিয়ে দিন"

    আমি এভাবেই পেয়েছি। কমেন্টে ভিডিওতে একজন পড়ছে সেখান থেকে দেখতে পারেন। ওজিফার কিতাবে পাবেন। কত উপায় আছে। ফেসবুকই সব না।

    "এটা পড়লে কি হয়?"

    লম্বা কাহিনি। আমি এখানে লিখলাম না স্টেটাস ছোট রাখার জন্য। খুজে পেলে পড়ে নিতে পারবেন।

    "এটা কি সহি?"

    জানা নেই। সম্ভবতঃ সালাফি আলেমদের মতে সহি না। দেখে নিবেন। হানাফিদের মতে সমস্যা নেই।

    بسم الله الرحمن الرحيم
    بسم الله وبالله
    بسم الله خير الأسماء ،
    بسم الله رب الرض والسماء ،
    بسم الله الذى لا يضر مع اسمه شيئا فى الأرض ولا فى السماء أذى.
    بسم الله أفتتحت وبالله اختتمت وبه أمنت.
    بسم الله أصبحت وعلى الله توكلت.
    بسم الله على قلبى ونفسى ، بسم الله على عقلى وذهنى.
    بسم الله على أهلى ومالى ، بسم الله على ما أعطانى ربى.
    بسم الله الشافى ، بسم الله المعافى ، بسم الله الوافى.
    بسم الله الذى لا يضر مع اسمه شىء فى الأرض ولا فى السماء وهو السميع العليم.
    هو الله . الله . الله . الله . الله ربى لا أشرك به شيئا.
    الله اكبر الله أكبر . الله اكبر الله اكبر.
    وأعز واجل مما اخاف واحذر.
    أسألك بخيرك من خيرك الذى لا يعطيه غيرك عز جارك ، وجل ثناؤك ، ولا إله غيرك.
    اللهم أنى اعوذ بك من شر نفسى ، ومن شر كل سلطان ، ومن شر كل شيطان مريد ، ومن شر كل جبار عنيد ، ومن شر كل قضاء سوء ، ومن شر كل دابة ، أنت آخذ بناصيتها.
    أن ربى على صراط مستقيم ، وانت على كل شىء حفيظ.
    (إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ)
    اللهم إنى أستجيرك ، واحتجب بك من كل شىء خلقته ، واحترس بك من جميع خلقك ، وكل ما ذرأت وبرأت.
    واحترس بك منهم ، وافوض امرى إليك.
    واقدم بين يدى فى يومى هذا ، وليلتى هذه ، وساعتى هذه ، وشهرى هذا.

    #HabibDua

    21-Jan-2020 21:25:07

    ইবনুল মোশতাহের নামে এক বুজুর্গ বলেন নিচেরটা এমন হামদ-দুরুদ আর দোয়া যেমনটা অন্য কেউ অন্য কোনো শব্দ দিয়ে করতে পারে নি। কেউ যদি সর্বোচ্চ হামদ-দুরুদ-দোয়া করতে চায় তবে যেন এটা পড়ে।

    اللهم لك الحمدُ بما أنت أهله.
    فصل على محمد بما أنت أهله.
    وافعل بنا ما أنت أهله.
    فإنك أنت أهل التقوى وأهل المغفرة.

    এর বিশেষত্ব হলো শেষের "বিমা আনতা আহলুহু"। বুঝার মতো অর্থ করতে পারি "যত বড় আপনার ক্ষমতা"। এবং ক্ষমতা উনার অনন্ত। এর জন্য সোয়াবও সেরকম।

    এর অন্য ভার্শন بما এর জায়গায় كما আছে। অর্থ দুটোরই এক।
    ফাজায়েলে দুরুদ থেকে নেয়া।
    জের জবর দিয়ে পাইনি। আমি এভাবে পড়তে পারি। একটু আরবি শিখে নিলে আপনিও পারবেন ইনশাল্লাহ। বা নেটে আরবিটা দিয়ে সার্চ করে দেখতে পারেন জের জবর দিয়ে কোথাও আছে কিনা।

    জাজাকাল্লাহ।

    অর্থ,
    হে আল্লাহ,
    আপনার প্রশংসা, যেমন আপনার শান
    মুহাম্মদের উপর সালাম পাঠান, যেমন আপনার শান
    আমাদের জন্য সেরকম করেন, যেমন আপনার শান
    আপনি ভয় আর ক্ষমার কেন্দ্র।

    #HabibDua

    25-Mar-2020 19:21:18

    প্রচন্ড বিপদে আল্লাহকে ডাকার দোয়া। এগুলোর কোনোটা কোনোটায় ইসমে আযম আছে। ইসমে আযম আল্লাহর সর্বোচ্চ নাম যেটা দিয়ে উনাকে ডেকে যাই চাওয়া হয় উনি দিয়ে দেন। সুফি ধারায় এটা বেশি প্রচলিত।

    তবে দোয়া সবগুলো হাদিস থেকে নেয়া। প্রতিটার রেফারেন্স আমার টাইমলাইনে আছে আলাদা আলাদা করে। এখানে একত্রিত করা হয়েছে রেফারেন্স ছাড়া।

    যেগুলোর জের জবর নেই সেগুলো জের জবর দিয়ে পাই নি। উচ্চারন অর্থের জন্য প্রতিটার আলাদা পোষ্ট দেখতে পারেন। লিংক কমেন্টে।

    اللهم !
    إني أسألك بأن لك الحمد ،
    لا إله إلا أنت الحنان المنان ،
    بديع السماوات والأرض ،
    يا ذا الجلال والإكرام !
    يا حي يا قيوم !
    أسألك

    \----

    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
    بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ
    لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
    الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
    وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

    \----

    لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ
    لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
    لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ
    وَرَبُّ الْأَرْضِ
    وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

    \----

    اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ،
    ابْنُ عَبْدِكَ ،
    ابْنُ أَمَتِكَ ،
    نَاصِيَتِي بِيَدِكَ ،
    مَاضِ فِيَّ حُكْمُكَ ،
    عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ،
    أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ،
    سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ،
    أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ،
    أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ،
    أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ،
    أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ،
    وَ نُورَ صَدْرِي ،
    وَ جَلاءَ حُزْنِي ،
    وَ ذَهَابَ هَمِّي

    \---

    يا ودود !
    يا ذا العرش المجيد !
    يا فعَّال لما يريد !
    أسألك بعزك الذي لا يرام ،
    وملكك الذي لا يضام ،
    وبنورك الذي ملأ أركان عرشك ،
    أن تكفيني شرَّ هذا اللص ،
    يا مغيث أغثني

    \---

    يا ودود يا ودود،
    ياذا العرش المجيد،
    يا مبدئ يا معيد،
    يا فعالاً لما يريد،
    أسألك بنور وجهك الذي ملأ أركان عرشك،
    وأسألك بقدرتك التي قدرت بها على جميع خلقك،
    وأسألك برحمتك التي وسعت كل شيء،
    لا إله إلا أنت،
    يا مغيث أغثني، اللهم امين

    #habibdua

    30-Mar-2020 22:06:00

    খতমে খাজেগান :

    [ শুধু হানাফিদের জন্য। সালাফিদের জন্য এটা বিদাআত ]

    اَللٰهُمَّ ياَ قَاضِىَ اَلحَاجَاتِ٠
    اَللٰهُمَّ ياَ كَافِىَ اَلمُهِمَّاتُ٠
    اَللٰهُمَّ ياَ دَافِعَ اَلبَلِيَاتُ٠
    اَللٰهُمَّ ياَ مُجِيبَ الدَّعوَاتُ ٠
    اَللٰهُمَّ ياَ رَافِعَ اَلدَّرَجَاتُ٠
    اَللٰهُمَّ ياَ مُسَبِّبَ الاَسبَابُ٠
    اَللٰهُمَّ ياَ مُفَتِّحَ الاَبوَابُ٠
    اَللٰهُمَّ ياَ حَلاَّلَ المُشكِلاَتُ٠
    اَللٰهُمَّ ياَ نَاصِرَ الطَّيِّبَاتُ٠
    اَللٰهُمَّ ياَ وَلِىَ الحَسَنَاتُ٠
    اَللٰهُمَّ ياَ شَافِىَ المَرضٰى٠
    اَللٰهُمَّ ياَ مُنجِىَ الهَلكٰى ٠
    اَللٰهُمَّ ياَ مُنقِذَ الغَرقٰى٠
    اَللٰهُمَّ ياَ شَاهِدَ كُلِّ نَجوٰى٠
    اَللٰهُمَّ ياَ مُنتَهٰى كُلِّ شَكوٰى٠
    اَللٰهُمَّ ياَ غِيَاثَ المُستَغِيثِينَ٠
    اَللٰهُمَّ ياَ ذَاالجَلاَلِ وَالاِكرَامِ٠
    اَللٰهُمَّ ياَ حَىُّ يَا قَيُّومُ٠
    اَللٰهُمَّ ياَ سَلاَمُ٠
    اَللٰهُمَّ ياَ اَرحَمَ الرّٰحِمِينَ٠
    فَسَهِّلْ يَا اِلَهِى كُلَّ صَعْبٍ بِحُرمَةِ سَيِّدِ الاَبْرَارِ٠ سَهِّلْ بِفَضْلِكَ يَا عَزِيزُ٠

    #habibDua

    06-Jul-2020 21:14:02

    #দোয়া

    '১৩ সালের ঐ দিনের ১০ দিন পরে পোষ্টানো। শিখে রাখি জেনে রাখি। রিমাইন্ডার।

    07-Jul-2020 05:43:39

    #দোয়া

    সামনের পথ কষ্টের
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157422698643176

    আযাব থেকে বাচানো মালিক কেবল আল্লাহ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157507569468176

    তার জন্য দোয়া "আল্লাহই যথেষ্ট"
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155975408678176

    11-Jul-2020 19:44:16

    মৃত্যুর সময়কার দোয়া :

    হাদিস :

    لَقِّنُوا مَوْتَاكُمْ

    তোমাদের মৃতদের পড়তে বলো

    لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ
    سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
    الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    [উপরের তিনটা লাইন]

    قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِلأَحْيَاءِ

    জিজ্ঞাসা করা হলো : ইয়া রাসুলুল্লাহ ﷺ জিবিতরা যদি পড়ে?

    قَالَ ‏أَجْوَدُ وَأَجْوَدُ

    বললেন : আরো ভালো, আরো ভালো।

    ইবনে মাজার হাদিস। জয়িফ।
    https://sunnah.com/urn/1315140

    মহামারি চলছে। যার যে কোনো সময় ডাক আসতে পারে। মুখস্ত করে নেই। ডাক আসছে বুঝতে থাকলে আল্লাহকে ডাক দিয়ে আবেগ দিয়ে অর্থ বুঝে পড়ি।

    মরন মুখি মানুষকে পড়ার জন্য ধাক্কি ধাক্কি জোর জবরদস্তি না করি। ডিটেলস পাবেন বিভিন্ন কিতাবে। কিন্তু তার সামনে নিজে পড়ি। সে শুনলে হয়তো নিজেই পড়বে।

    জাজাকাল্লাহ।

    #dua

    Published
    2-Nov-2020